ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার বিরুদ্ধে উপ-নির্বাচনে সিপিএমের প্রার্থী টলিউডের পাপিয়া অধিকারি

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১
মমতার বিরুদ্ধে উপ-নির্বাচনে সিপিএমের প্রার্থী টলিউডের পাপিয়া অধিকারি

কলকাতা: আসন্ন বিধানসভার উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়াবেন মমতা ব্যানার্জি। তার বিরুদ্ধে বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন টলিউডের অভিনেত্রী পাপিয়া অধিকারি।

এই আসনটি পূর্ত ও পরিবহন মন্ত্রী সুব্রত বক্সি সরে দাঁড়ানোয় খালি হয়।

সিপিএম সূত্রে জানা গেছে, হারের আশঙ্কায় এই কেন্দ্রে কোনো নেতা প্রার্থী হয়ে লড়তে না চাইলে টলিউডের অভিনেত্রী বামসর্মথক পাপিয়া অধিকারিকেই প্রার্থী করা হচ্ছে মমতার বিরুদ্ধে।

একই সঙ্গে উত্তর বসিরহাট কেন্দ্রেও উপনির্বাচন হবে। সেখান থেকে তৃণমূলের প্রার্থী হবেন সুব্রত বক্সি। অপর দিকে সিপিএমের প্রার্থী  হচ্ছেন সাবেকমন্ত্রী ও গত বিধানসভা নির্বাচনে দমদম কেন্দ্র পরাজিত প্রার্থী গৌতম দেব। সিপিএমের ছয় বারের বিধায়ক মোস্তাফা বিন কাসেমের আকস্মিক মৃত্যুতে আসনটি খালি হয়।

ওই দুই কেন্দ্র নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।