ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাতে কলকাতায় আসছে আর্জেন্টিনার ৭ খেলোয়াড়

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

কলকাতা: মেসি জ্বরে আক্রান্ত কলকাতা। চড়ছে উন্মাদনার পারদ।

২ সেপ্টেম্বর যতই এগিয়ে আসছে, ততই যেন আবেগে ফুটছে ফুটবলের শহর কলকাতা। ইতোমধ্যেই দুদফায় আর্জেন্টিনার খেলোয়াড়রা শহরে পা রেখেছেন। তালিকায় রয়েছেন আর্জেন্টিনার নতুন কোচ আলেজান্দ্রো সাবেলা।

মঙ্গলবার গভীররাতে ৭ জনের তৃতীয় দলটি কলকাতায় পা রাখবে। এই দলে রয়েছেন অ্যাগুয়েরো, গুইতিরেজ, জামলেতা, বুর্দিলো, আলভেজা প্রমুখ। তবে মেসি আসছেন বুধবার গভীররাতে।

এদিকে মেসির ঐতিহাসিক ফুটবল ম্যাচে নিজের মন্ত্রীসভার উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই দিনই মহাকরণে মন্ত্রীসভার বৈঠক ডাকায় বিপাকে পড়েছেন মন্ত্রীরা।

মহাকরণ সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যা ৬টায়  দ্রব্যমূল্য বৃদ্ধি রোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদের নিয়ে আলোচনা করবেন মমতা। স্বভাবতই মুখ্যমন্ত্রীর এই নির্দেশে মুষড়ে পড়েছেন অনেক মন্ত্রী।

এমনিতেই মেসির ম্যাচ দেখতে অন্য রাজ্যের অনেক মন্ত্রীরাই হাজির থাকছেন। উপস্থিত থাকছেন বলিউডের বহু তারকা। যারা মাঠে গিয়ে বিশ্বকাপ দেখেনি, তাদের অনেকেই চাইছেন দুধের স্বাদ ঘোলে মেটাতে এই ম্যাচটি থেকে। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর বৈঠক অগ্রাহ্য করে কোন কোন মন্ত্রী মেসির টানে মাঠে হাজির থাকেন।

এদিকে মেসিদের খেলা দেখার জন্য টিকিটের চাহিদা এখন আকাশছোঁয়া। ইতিমধ্যেই ৭০০ ও ১ হাজার রুপির টিকিট শেষ হয়ে গেছে। এখন বিক্রি হচ্ছে  ৫ হাজার ১শ ২০ রুপির টিকিট। তাও শেষ হবার পথে।

ভারতীয় সময়: ১৭০১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।