ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাবা রামদেবের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১১
বাবা রামদেবের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

কলকাতা: ভারতের যোগগুরু বাবা রামদেব বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।



বাবা রামদেব দুটি ট্রাস্ট চালান। একটি হল পতঞ্জলি ট্রাস্ট ও অপরটি হল দিব্যজ্যোতি মন্দির ট্রাস্ট। এই দুটি ট্রাস্টের অধীনে আছে একাধিক সংস্থা।

ইডি সূত্রে জানা গেছে, বাবা রামদেব বিদেশে বিভিন্ন সময়ে, বিভিন্ন খাতে ৩ লাখ ডলার লেনদেন করেছেন, যার কোনো হিসাব তিনি আয়কর দপ্তরকে দেননি।

এই বিষয়ে ইডি’র পক্ষ থেকে রির্জাভ ব্যাঙ্কে চিঠি দেওয়া হয়েছে। তিনি মূলত যুক্তরাজ্য ও মাদাগাস্কারে এই টাকা লেনদেন করেছেন।

অর্থমন্ত্রকের সূত্রে জানা গেছে. ২ লাখ ডলার বেশি অর্থ যুক্তরাজ্যে ও মাদাগাস্কারে ৮০ হাজারের বেশি অর্থ লেনদেন করেছেন।

এছাড়াও বাবা রামদেব যুক্তরাজ্যে একটি দ্বীপ কিনেছেন এই অভিযোগেও তদন্ত শুরু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।