ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশ-ভারত সাইকেল শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
বাংলাদেশ-ভারত সাইকেল শোভাযাত্রা সাইকেল শোভাযাত্রা, ছবি: বাংলানিউজ

কলকাতা: বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইকেল শোভাযাত্রা শেষ হয়েছে কলকাতায়।

সোমবার (০৩ এপ্রিল) কলকাতায় ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে এ শোভাযাত্রা সম্পন্ন হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি।

বাংলাদেশ সেনাবাহিনীর তরফে উপস্থিত ছিলেন মেজর জেনারেল আসফাক চৌধুরী।

গত ২২ মার্চ আগরতলা থেকে এই সাইকেল শোভাযাত্রা হয়। যা আগরতলা থেকে ঢাকা, খুলনা, ফরিদপুর, যশোর হয়ে সোমবার সাইকেল র‍্যালিটি কলকাতা পৌঁছায়।

কলকাতার ফোর্ট উইলিয়ামে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। উপস্থিতি সবাই আশা প্রকাশ করেন- এ শোভাযাত্রা দুই দেশের সেনাবাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্য এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়াবে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
ভিএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।