ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১১
শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি

কলকাতা: বুকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বাংলা আধুনিক গানের কিন্নরকন্ঠী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। সোমবার রাত থেকেই তার বুকে ব্যথা শুরু হয়।

তার পরিবারিক চিকিৎসক এসে তাকে পরীক্ষা করেন। দেখা যায় তার রক্তচাপও বেশ বেড়ে গেছে।

মঙ্গলবার সকালে তার শারিরীক অবস্থার কোন না উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তাকে আইসিইউ-তে রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য ৪ সদস্যর একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিন বিকালে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি এখন ভাল আছেন।

উল্লেখ্য, সম্প্রতি ৮০ বছর বয়সের প্রবীণ এই গায়িকাকে পশ্চিমবঙ্গ সরকারের সব্বোর্চ সম্মাননা ‘বঙ্গবিভূষণ’ দেওয়া হয়।

ভারতীয় সময়:১৯৩০ঘণ্টা, আগস্ট ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।