ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মনমোহনের অভিযোগের কোন জবাব দেননি মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১১
মনমোহনের অভিযোগের কোন জবাব দেননি মমতা

কলকাতা: তিস্তা চুক্তি না হওয়াসহ বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের তোলা একাধিক অভিযোগের কোনও জবাব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া যায় নি।

 বুধবার ঢাকা থেকে নয়াদিল্লি ফেরার বিমানে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা ব্যানার্জির তোলা অভিযোগগুলি প্রধানমন্ত্রী খারিজ করে দেন বলে জানা গেছে।

সাথে  সাথে তিনি অত্যন্ত সচেতনভাবেই গঙ্গার পানিবন্টন চুক্তিতে প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ভূমিকা স্মরণ করেছেন।

এদিন তিনি এও বলেছেন,‘ তিস্তা চুক্তি নিয়ে মমতাজির প্রসঙ্গে কোনও কথা বলব না। ’

একটি সূত্র জানাচ্ছে, মনমোহন সিং বলেছেন,‘ দিল্লির জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাঠানোর হয়েছিল তার (মমতার)কাছে। এক মাস আগে এসে শিবশঙ্কর মেনন তার সাথে কথা বলেন। তারপরই মেনন ঢাকায়  গিয়েছিলেন। সেখানে সব কিছু চূড়ান্ত হবার পর সংসদ বিষয়ক মন্ত্রিসভা বৈঠকে তৃণমূলের মন্ত্রী দীনেশ ত্রিবেদী বলেন, তাদের চুক্তি নিয়ে আপত্তি আছে। মমতাজির আপত্তি শুনে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছিল। কিন্তু তিনি সফর বাতিল করলেন। ’

মমতার অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন,‘ তিনি প্রতিক্রিয়া জানাতে একমাস সময় পেয়েছিলেন। কিন্তু সময়ের সদ্বব্যবহার করেননি। মমতাজি আমাদের গুরুত্বপূর্ণ শরিক দলের নেত্রী। তিনি কী বলেছেন, তা নিয়ে কোনও মন্তব্য করব না। ’

তিস্তার পানি বন্টন চুক্তি ভেস্তে যাওয়াকে প্রধানমন্ত্রী দুর্ভাগ্যজনক বলে চিহ্নিত করেন।

এদিকে প্রধানমন্ত্রী মনমোহন যে অভিযোগ করেছেন তার এখনও কোন জবাব দেননি মুখ্যমন্ত্রী।

তিস্তা চুক্তি নিয়ে পরে রাজ্যের সাথে কেন্দ্রর বৈঠক হবে। এই বৈঠকের আগে মমতা তিস্তা চুক্তি নিয়ে তার অবস্থান ব্যাখা করে প্রধানমন্ত্রীর তোলা অভিযোগের জবাব দেন কিনা সেটাই এখন দেখার।

ভারতীয় সময়: ০২২৬ ঘন্টা,সেপ্টেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।