ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার ট্রাফিক সিগনাল থেকে গান চুরি!

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১১
কলকাতার ট্রাফিক সিগনাল থেকে গান চুরি!

কলকাতা: মহানগরীর ট্রফিক সিগনালে আটকে পড়ছে গাড়ি। অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

এই বিরক্তিকর অবস্থা কিছুটা কমাতে কলকাতার ট্রাফিক সিগনালে রবীন্দ্র সংগীত বাজানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মোতাবেক শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সিগনালে গাড়ি দাঁড়াতেই বাজতে শুরু করে রবীন্দ্রসংগীত। সৌজন্যে কলকাতা পৌরসভা ও পুলিশ।

তবে ইদানিং কালিঘাটের বাড়ি থেকে মহাকরণে যাওয়ার পথে আর রবীন্দ্র সংগীত শুনকে পাচ্ছিলেন না মুখ্যমন্ত্রী। কেন বাজছে না রবীন্দ্র সংগীত? কলকাতার মেয়রের কাছে বিস্তারিত জানতে চান তিনি।

এরপর গান বাজানোর দায়িত্বে থাকা বিজ্ঞাপন সংস্থার কাছে জানতে চান মেয়র শোভন চ্যাটার্জি। জানতে পারেন, যে পেনড্রাইভে করে গান বাজানো হয় তা বেশিরভাগ সিগনাল বুথ থেকে চুরি হয়ে গেছে।

বিষয়টি কলকাতার পুলিশ কমিশনার পছনন্দাকে জানিয়েছেন মেয়ব বলে জানা গেছে।

ভারতীয় সময়: ১৯২০ ঘন্টা, সেপ্টেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।