ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহাশ্বেতা দেবী অসুস্থ

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১১
মহাশ্বেতা দেবী অসুস্থ

কলকাতা: প্রখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবী অসুস্থ। শনিবার সকালে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে।

পরে তাকে ভর্তি করা হয় বেলভিউ ক্লিনিকে।

সকালে মহাশ্বেতা দেবী অসুস্ত বোধ করেন। এরপর তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাসপাতালে ছুটে যান কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলেন। এরপর মহাশ্বেতা দেবীকে বেলভিউ ক্লিনিকে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

বার্ধক্যজনিত সমস্যায় বেশ কয়েক বছর ধরেই ভুগছেন ৮৫ বছর বয়সী এই লেখিকা। উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে তাঁর।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।