ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশেষ সম্মাননা পেলেন শিক্ষাবিদ লামিয়া রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মে ১১, ২০১৭
বিশেষ সম্মাননা পেলেন শিক্ষাবিদ লামিয়া রহমান লামিয়া রহমান

কলকাতা: ১৫০টি দেশের নারীদের নিয়ে ভারতে আয়োজিত ‘উইমেন ইকোনমিক ফোরামে বিশেষ সম্মানে সম্মানিত হলেন শিক্ষাবিদ লামিয়া রহমান। তিনি কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনার জকি আহাদের স্ত্রী।

বুধবার (১০ মে) ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলতে থাকা ‘উইমেন ইকোনমিক ফোরামে'র এক অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
 
৮ মে শুরু হওয়া অনুষ্ঠান চলবে ১৩ মে পর্যন্ত।

এ ফোরামে মোট ৫২০টি প্রবন্ধ পাঠ করা হবে।

বিভিন্ন দেশের নারীদের সঙ্গে হাজির থাকছেন বিভিন্ন দেশের নারী রাজনীতিবিদ, সমাজসেবী, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশার নারী।

অনুষ্ঠানে দিল্লিতে উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশের দু’হাজার নারী। তারা আগামী সময়ে গোটা পৃথিবীর বিভিন্ন বিষয়ে নারীদের যোগদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ও ভারত ছাড়াও এ ফোরামে উপস্থিত ব্রাজিল, শ্রীলঙ্কা, আমেরিকা, ওমান, জর্ডান, কুয়েত, কোরিয়া, রাশিয়া, পর্তুগাল, কেনিয়া, স্পেন সাউথ আফ্রিকাসহ অনেক দেশের প্রতিনিধি।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ১১, ২০১৭
ভিএস/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।