সোমবার (১৫ মে) রাত থেকেই কলকাতার বিভিন্ন এটিএম-এ অর্থের যোগান নেই বলে খবর আসছিল। মঙ্গলবার (১৬ মে) সকালে কলকাতার বড় অংশের এটিএম –এর সামনে ‘নো ক্যাশ ‘ বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।
কাজের দিন হওয়ায় অনেকেই সকাল বেলা এটিএম-এ অর্থ না থাকায় বেশ কিছুটা নাজেহাল হয়েছেন। জানা যাচ্ছে, এটিএমগুলোকে আপডেট করতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে।
কয়েক মাস আগেই নোট বাতিলের সময় ভারতের অধিকাংশ এটিএম-এ ‘নো ক্যাশ’ বোর্ড দেখতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন কলকাতার মানুষ। মঙ্গলবার সকালে আবারও একই দৃশ্যের পুরনাবৃত্তি ঘটলো।
ভারতে বর্তমানে ২ লক্ষ ২০ হাজার এটিএম চলছে। সূত্রের মাধ্যমে জানা গেছে, এগুলোর বেশিভাগই পুরনো উইন্ডোস এক্স পি অপারেটিং সিস্টেমে চলে। সেক্ষেত্রে এই এটিএমগুলোর ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা যথেষ্ট।
তবে আগামী কয়েকদিনের মধ্যে এ সমস্যার সমাধান করে ফেলা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এসএস/জেডএম