ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভাইরাসের ভয়ে কলকাতায় বন্ধ এটিএম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ভাইরাসের ভয়ে কলকাতায় বন্ধ এটিএম

কলকাতাঃ ওয়ানা ক্রাই ভাইরাসের ভয়ে কলকাতায় বন্ধ হয়ে গেছে অধিকাংশ এটিএম। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এক নির্দেশে ভারতের প্রতিটি ব্যাঙ্ককে তাদের এটিএম সিকিউরিটি আপডেট করতে নির্দেশ দিয়েছে।

সোমবার (১৫ মে) রাত থেকেই কলকাতার বিভিন্ন এটিএম-এ অর্থের যোগান নেই বলে খবর আসছিল। মঙ্গলবার (১৬ মে) সকালে কলকাতার বড় অংশের এটিএম –এর সামনে ‘নো ক্যাশ ‘ বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।



কাজের দিন হওয়ায় অনেকেই সকাল বেলা এটিএম-এ অর্থ না থাকায় বেশ কিছুটা নাজেহাল হয়েছেন। জানা যাচ্ছে, এটিএমগুলোকে আপডেট করতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে।

কয়েক মাস আগেই নোট বাতিলের সময় ভারতের অধিকাংশ এটিএম-এ ‘নো ক্যাশ’ বোর্ড দেখতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন কলকাতার মানুষ। মঙ্গলবার সকালে আবারও একই দৃশ্যের পুরনাবৃত্তি ঘটলো।

ভারতে বর্তমানে ২ লক্ষ ২০ হাজার এটিএম চলছে। সূত্রের মাধ্যমে জানা গেছে, এগুলোর বেশিভাগই পুরনো উইন্ডোস এক্স পি অপারেটিং সিস্টেমে চলে। সেক্ষেত্রে এই এটিএমগুলোর ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা যথেষ্ট।

তবে আগামী কয়েকদিনের মধ্যে এ সমস্যার সমাধান করে ফেলা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এসএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।