ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে জোর করে কৃষি জমি অধিগ্রহণ বন্ধে বিল আসছে

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১
পশ্চিমবঙ্গে জোর করে কৃষি জমি অধিগ্রহণ বন্ধে বিল আসছে

কলকাতা: জোর করে কৃষি জমি অধিগ্রহণ বন্ধ করতে বিল আনছে রাজ্য সরকার।

বুধবার মহাকরণে জমিনীতি নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়।

এরপরই জমি সংক্রান্ত খসড়া বিল চূড়ান্ত হয়।

মহাকরণ সূত্রে জানা গেছে, এবার সর্বদলীয় বৈঠক ডাকা হবে। পরে বিলটিকে বিধানসভায় পেশ করা হবে।

এই বিলে বলা হয়েছে, তিন-চার ফসলি জমি অধিগ্রহণ করা যাবে না। জনস্বার্থে, বৈদেশিক আগ্রাসন, প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে জমি অধিগ্রহণ করা যাবে।

রেললাইন, রাস্তা, নদীবাঁধ, সেচ, হাসপাতাল প্রভৃতি ক্ষেত্রে জমি অধিগ্রহণ করা যাবে। সেক্ষেত্রে ৮০ শতাংশ স্থানীয় মানুষে সম্মতির প্রয়োজন।

এজন্য রাজ্য, কেন্দ্র সরকারের পুনর্বাসন প্যাকেজের মতোই আরেকটি প্যাকেজ তৈরি করেছে।

পরিবারপিছু চাকরি বা ক্ষতিপূরণ এককালীন ২লাখ রুপি বা পেনসন মাসিক ২ হাজার রুপি দেওয়া হবে। জমি হারাদের বসবাসের জন্য আধ বিঘা করে জমি দেবে সরকার।

এই নতুন বিলে মমতা ব্যানার্জি জমি অধিগ্রহণের বিষয়ে সাবেক বামফ্রন্ট সরকারের থেকে অন্য পথে হাঁটতে চান তা বুঝিয়ে দিয়েছেন।

এবার থেকে শিল্প করতে চাইলে শিল্পপতিদের সরাসরি জমির মালিকদের কাছ থেকে জমি কিনতে হবে। সরকার জমি অধিগ্রহণ করে তা দেবে না।

কলকাতার রাজনৈতিক মহলের ধারণা, সিঙ্গুরে ঘটনার শিক্ষা থেকেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তে এসেছেন। আর এই বিলটি পাশ হলে সাধারণ কৃষিজীবিদের কাছে আরও আস্থা অর্জন করতে সক্ষম হবে রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।