ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় চলছে চার দিনের ‘নজরুল মেলা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জুন ১, ২০১৭
কলকাতায় চলছে চার দিনের ‘নজরুল মেলা’ উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশিষ্টজনেরা। ছবি: বাংলানিউজ

কলকাতা: কলকাতার নন্দন-রবীন্দ্রসদন প্রাঙ্গনে শুরু হয়েছে চার দিনের ‘নজরুল মেলা’। মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে প্রথম দিন থেকেই গণনেন্দ্র প্রদর্শনীশালায় চলছে স্থিরচিত্র প্রদর্শনী।

কলকাতায় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে এই প্রথম মেলা অনুষ্ঠিত হচ্ছে।

ছায়ানটের (কলকাতা) আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, নজরুল ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঁইয়া, নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী, পণ্ডিত মল্লার ঘোষ, নৃত্যশিল্পী অলকানন্দা রায়, ভরতনাট্যম গুরু থাঙ্কুমনি কুট্টি, পণ্ডিত দেবজ্যোতি বোস, চিত্রগ্রাহক অতনু পাল, আইসিসিআরের কর্মকর্তা গৌতম দে, শিল্পী দেবাশিস মল্লিক চৌধুরীসহ বিশিষ্টজনেরা।

তারা প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন।

মেলার ‘চেতনায় নজরুল’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীতে আছে নজরুল ইসলামের বহু দুষ্প্রাপ্য ছবি এবং আলোকচিত্রী প্রশান্ত অরোরার তোলা বিভিন্ন নজরুল সঙ্গীত শিল্পীর স্বাক্ষরিত আলোকচিত্র।

‘চেতনায় নজরুল’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীতে আছে নজরুল ইসলামের বহু দুষ্প্রাপ্য ছবি।  ছবি: বাংলানিউজউদ্বোধনী অনুষ্ঠানে কল্যাণী কাজী বলেন, এটি খুবই আনন্দ ও গর্বের বিষয় যে, তরুণ প্রজন্ম কাজী নজরুল ইসলামকে নতুন করে স্মরণ করছে।

থাঙ্কুমনি কুট্টি জানান, অবাঙালি হলেও তিনি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা সম্পর্কে তিনি ওয়াকিবহাল।

আরও বেশি করে নজরুল চর্চার প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন তিনি।

শিল্পী ফেরদৌস আরা বলেন, এ অনুষ্ঠানে এসে খুবই আনন্দ লাগছে। নজরুলের গানে কোনো কাঁটাতারের বেড়া নেই।  

উপস্থিত সকলের অনুরোধে নজরুলের গান গেয়ে শোনান তিনি।

মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঁইয়া নজরুলের কবিতায় আধুনিক মননের পরিষ্কার চিত্র পাওয়ার দিকটি তুলে ধরেন।

অনুষ্ঠানে পণ্ডিত মল্লার বোসের দুই হাত ও গালের তালবাদ্য দর্শকদের মন জয় করে নেয়।

অনুষ্ঠানের আয়োজক ছায়ানটের (কলকাতা) কর্ণধার সোমঋতা মল্লিক জানান, চারদিনের অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় এসেছেন বাংলাদেশের অনেক শিল্পী। ‘নজরুল মেলা’ সফল হবে বলেও আশাবাদ তার।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, জুন ০২, ২০১৭
ভিএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।