ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বৃহস্পতিবার বর্ষা শুরু পশ্চিমবঙ্গে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ৬, ২০১৭
বৃহস্পতিবার বর্ষা শুরু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বর্ষার আকাশ

কলকাতাঃ আগামী বৃহস্পতিবার (৮ জুন) থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে বর্ষা। কলকাতায় আবহাওয়া অধিদপ্তর এ ঘোষণা দিয়েছে।

ঘূর্ণিঝড় মোরার প্রভাবে ৩০ মে বর্ষা প্রবেশ করেছিল কেরালায়। বৃষ্টি শুরু হয়েছিল উত্তর-পূর্ব ভারতে।

তবে পশ্চিমবঙ্গে বর্ষা শুরু হচ্ছে মোটামুটি তার স্বাভাবিক সময়ে। সরকারি ঘোষণা মতো ৮-৯ জুন পশ্চিমবঙ্গে শেষ হচ্ছে এই বছরের গ্রীষ্মকাল।

একদম সঠিক সময়েই বর্ষা ঢুকছে কলকাতায়। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ষা যেহেতু পশ্চিমবঙ্গের দরজায় কড়া নাড়ছে তাই এখন সব জেলাতেই প্রাক বর্ষার বৃষ্টি হবে।

এই খবরে আনন্দিত কলকাতাসহ পশ্চিমবঙ্গের মানুষ। কারণ গত এক মাসের তীব্র গরম থেকে মুক্তি পেতে চলেছে পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকরা।

বৃষ্টির পরিমাণ স্বাভাবিক বা তার থেকে বেশি হতে পারে বলে অনুমান আবহাওয়া অধিদপ্তরের।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুন ৬, ২০১৭
এসএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।