ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তিস্তা পানিবণ্টন নিয়ে মনমোহনকে মমতার চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১১
তিস্তা পানিবণ্টন নিয়ে মনমোহনকে মমতার চিঠি

কলকাতা: তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার রাতে মহাকরণ সূত্রে এ খবর জানা গেছে।



সূত্রটি জানিয়েছে, এই চিঠিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি খতিয়ে দেখতে বিভাগীয় প্রকৌশলীদের রাজ্যে পাঠানোর অনুরোধ করেছেন।

সূত্রটি আরও জানিয়েছে, চিঠিতে তিনি বলেছেন এই প্রকৌশলীরা যেন সরোজমিনে এসে তিস্তার নদীর জলস্তর পর্যবেক্ষণ করে দেখে। তারপর ঠিক করা হোক বাংলাদেশকে কত ভাগ জল দেওয়া হবে।

উল্লেখ্য, তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে আপত্তি তুলে ঢাকা সফর বাতিল করার পর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। তারপরই এই চিঠি দিলেন মমতা।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।