ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উপনির্বাচন: নিজের হয়ে ভোটের প্রচারে নামলেন মমতা

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১
উপনির্বাচন: নিজের হয়ে ভোটের প্রচারে নামলেন মমতা

কলকাতা: নিজের হয়ে ভোট চাইতে শনিবার সন্ধ্যায় প্রথমবার নামলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন তিনি  আসন্ন কলকাতার ভবানীপুর বিধানসভার কেন্দ্রের উপনির্বাচনে রোড শো’র মধ্য দিয়ে ভোটের প্রচার শুরু করলেন।



এদিন দক্ষিণ কলকাতার রয়েড স্ট্রিট থেকে সন্ধ্যা ৭টায় তিনি পায়ে হেঁটে রোড শো শুরু ভবানীপুর বিধানসভার অর্ন্তগত কলকাতার পৌরসভার ৭০,৭১,৭২ ও ৭৪ নম্বর ওর্য়াডের দীর্ঘ পথ পরিক্রমা করে যদুবাবুর বাজারে এসে কর্মসুচি শেষ করেন।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রচারে অংশ নেন ভারতের রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী, কেন্দ্রিয় জাহাজ প্রতিমন্ত্রী মকুল রায়, শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম প্রমুখ।

এদিন রোড শোতে হাঁটতে হাঁটতে মমতা জনগণের উদ্দেশে বলেন,‘ অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে ৩৪ বছর বামফ্রন্ট সরকারের অবসান ঘটিয়ে আমরা ৩ মাস ক্ষমতায় এসেছি। এই ৩ মাসে আমরা অনেক কাজ করেছি। ভোটের কোড অব কন্ডাক্ট আছে বলে অনেক কিছু আপনাদের বলতে পারছি না। ’

তিনি ভোটারদের বলেন,‘আপনাদের বাড়ি বাড়ি যেতে না পারায় ক্ষমাপ্রার্থী। আমি যখন লোকসভায় ভোটে দাঁড়িয়েছি তখন আপনারা আমাকে আর্শীবাদ করেছেন। আশা করি এবারও আপনাদের শুভেচ্ছা ও সহযোগিতা থেকে বঞ্চিত হব না। ’

উল্লেখ্য, মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নন্দিনী মুখার্জি। তিনি আগেই প্রচারণা শুরু করে দিয়েছেন। ২৫শে সেপ্টেম্বর প্রচার শেষ হবে। ২৭শে সেপ্টেম্বর এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

ভারতীয় সময়: ০১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।