ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভূমিকম্পে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি, উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১১
ভূমিকম্পে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি, উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা

কলকাতা: পশ্চিমবঙ্গ ও সিকিমের ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সরোজমিনে দেখতে সোমবার দুপুরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মহাকরণ সূত্রে এ খবর জানা গেছে।



সূত্র আরও জানিয়েছে, এদিন দুপুরে কলকাতা থেকে বিশেষ বিমানে উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে যাবেন তিনি। সেখান থেকে সড়কপথে বা হেলিকপ্টারে তিনি দার্জিলিং পাহাড়ে কার্শিয়াংয়ে যাবেন। বেলা ৩ টায় তিনি জেলাশাসক ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে এদিন সকালে মহাকরণে মমতা ব্যানার্জি বলেন, ‘যুদ্ধকালীন তৎপরতায় সেনাবাহিনীর সাহায্যে উদ্ধারকার্য চলছে। দার্জিলিং শহরগামী জাতীয় সড়কে যে ধস নেমেছে তা ঠিক করা হচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘নিহতদের পরিবার পিছূ রাজ্য সরকার ২ লাখ রুপি করে সাহায্য দেবে। সেই সঙ্গে সিকিমে আটকে পড়া পর্যটকদের রাজ্যে ফিরেয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। ’

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।