ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মাওবাদীদের হাতে জঙ্গলমহলে তৃণমূল নেতা খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১১

কলকাতা: বামফ্রন্ট আমলে সিপিএম নেতারা খুন হত। পরিবর্তনের হাওয়ায় সরকার বদল হওয়ার পর এবার মাওবাদীদের টার্গেট তৃণমূল।



মঙ্গলবার সকালে জঙ্গলমহলে নিজ বাড়ির সামনে মাওবাদীদের হাতে খুন হলেন লালমোহন মাহাতো নামে এক তৃণমূল নেতা। তিনি পেশায় শিক্ষক। এই ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রামের পুকুরিয়া গ্রামে। প্রকাশ্য দিবালোকে এই খুনের ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্য দিনের মত এদিন সকালেও কয়েকজন ছাত্র-ছাত্রীকে পড়ানোর ফাঁকে একবার তিনি বাড়ির বাইরে আসলে ৬ জন স্বশস্ত্র মাওবাদী তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূলের আঞ্চলিক কমিটির নেতা লালমোহন মাহাতোর।

সুত্র আরও জানিয়েছে, এরপর ওই দুস্কৃতিরা মাওবাদীদের নামে লেখা একটি পোস্টারে জানিয়ে দেয়, মাওবাদী বিরোধীদের এরকমই শাস্তি দেওয়া হবে।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে লালমোহন মাহাতো মাওবাদীদের বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিবাদী মঞ্চের নেতৃত্ব দিচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।