ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে মাওবাদীবিরোধী অভিযানে নিযুক্ত জওয়ানদের বিক্ষোভ বাড়ছে

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১
পশ্চিমবঙ্গে মাওবাদীবিরোধী অভিযানে নিযুক্ত জওয়ানদের বিক্ষোভ বাড়ছে

কলকাতা: পশ্চিমবঙ্গে মাওবাদীদের বিরুদ্ধে নিযুক্ত ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের (আইআরবি) জওয়ানদের বিক্ষোভ ক্রমশ বাড়ছে।

বুধবার জঙ্গলমহলের শালবনি ও শিলদার পর বর্ধমানের দূর্গাপুরে অনশন কর্মসূচি ছড়িয়ে পড়ে।

এদিন রাত থেকে দূর্গাপুরের বিধাননগরে আইআরবি’র বেজ ক্যাম্পে ৪৮৭ জন জাওয়ান অনশন কর্মসূচিতে সামিল হন। ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে তাদের এ কর্মসূচি।

অনশনরত বৃহস্পতিবার জওয়ানদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ রাজ্যে আইআরবি জাওয়ানদের দীর্ঘদিন ধরে ছুটি মিলছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার জানানো সত্ত্বেও এর কোনও সুরহা হচ্ছে না।

তাছাড়া জওয়ানদের পদন্নোতিও বন্ধ রয়েছে। একইভাবে দীর্ঘদিন ধরে কাজ করার ফলে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন।

বিক্ষোভরত জাওয়ানরা জানান, তাদের বিক্ষোভের কারণ তদন্ত করে দেখে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।

 এদিকে, বৃহস্পতিবার সকালে শিলদার আই আর বি ক্যাম্পের কাছে পর পর চারটি জোরালো আওয়াজে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, এটি ল্যান্ড মাইন বিস্ফোরণ। এর ফলে অন্যান্য ক্যাম্পেও সতর্কবার্তা জারি করা হয়। পরে অবশ্য জানা যায় এগুলো ছিল পটকার আওয়াজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ শিলদার আই আর বি ক্যাম্পে অনশনরত জওয়ানদের অদূরে চারটি জোরালো বিস্ফোরণের আওয়াজ হয়।

এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, এলাকার মৃত ব্যক্তিকে শ্মশানে দাহ করার সময় পটকা ফাটানোর রীতি রয়েছে এবং তা থেকেই এই গুজব রটে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।