ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার পুজো উদ্বোধনে মমতার ব্যাপক চাহিদা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গের বাঙালিদের সেরা উৎসব দুর্গা পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। এরই মধ্যে পুজোর উদ্বোধন নিয়ে পুজো কমিটির উদ্যোক্তাদের কাছে এবার নয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চাহিদা তুঙ্গে।



মহাকরণে মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে পুজো উদ্বোধনের জন্য প্রায় ৩শ’ কমিটির আবেদন এসে পৌঁছে গেছে। এখনও কাউকেই কথা দেননি মমতা। তবে ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল নেতা-মন্ত্রীর পুজো উদ্বোধন করবেন তিনি, তা নিশ্চিত।

সচিবালয় সূত্র আরও জানায়, সব জায়গায় যেতে না পারলেও প্রতিটি পুজো কমিটিকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই শুভেচ্ছা বার্তায় থাকছে  মা-মাটি-মানুষের কথা।

মুখ্যমন্ত্রী  লিখেছেন “সুদূর হিমালয় থেকে এবার মা-মাটি মানুষের সাথেই পুজো সেলিব্রেশনে আসছেন দুর্গা। ”

একটি সূত্রে জানা গেছে, বেশিরভাগ পুজো উদ্যোক্তারাই মুখ্যমন্ত্রীকে উদ্বোধনের জন্য যে আবেদন করেছেন তাতে মমতাকে দেবী দুর্গার সাথে তুলনা করা হয়েছে। এ চিঠিগুলোতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ ৩৪ বছরের পর মমতা কার্যত একাই যেভাবে সিপিএমকে যেভাবে ক্ষমতাচ্যুত করেছেন, তা দুর্গার ক্ষমতার সঙ্গে তুলনীয়।

সচিবালয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন, শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলাসহ রাজ্যের বাইরে এলাহাবাদ, লক্ষেœৗ, দিল্লি, পুনে, নয়ডা, মুম্বাই, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খ-ের প্রবাসী বাঙালিরা তাদের পুজোর চার দিনের মধ্যে একদিন পেতে চাইছেন।

তিনি বলেন, ‘সুদূর যুক্তরাজ্যের মানচেস্টার সিটি থেকে প্রবাসী বাঙালিরা তাকে আমন্ত্রণ জানিয়েছেন। আগের মুখ্যমন্ত্রীর কাছে পুজোর সময় এত আবেদন আসত কি-না, জানি না। ’

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।