ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৫০ হাজারেরও বেশি ভোটে জিতলেন মমতা

রক্তিম দাশ, সিনিয়র বরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১
৫০ হাজারেরও বেশি ভোটে জিতলেন মমতা

কলকাতা: রাজ্য বিধানসভা উপ-নির্বাচনে দু‘টি কেন্দ্রেই বড় ব্যবধানে জয়ী হয়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বসিরহাট উত্তরে এ টি এম আবদুল্লা বড় ব্যবধানে জয়ী হয়েছেন।



মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৫৪ হাজার ২১৩ ভোটে এবং এটিএম আবদুল্লা ৩০ হাজার ৯৪১ ভোটে জয়লাভ করেছেন।

গত রোববার ভবানীপুর ও বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ভবানীপুর কেন্দ্রে ভোট পড়ে ৪৪ শতাংশ। অন্যদিকে বসিরহাটে ভোট পড়ে ৮০ দশমিক ৩৫ শতাংশ।

 ভোট গ্রহণ শেষে ভবানীপুরে কম ভোট পড়ায় ভোটের মার্জিন নিয়ে প্রশ্ন উঠছিল। সেখানে বাম প্রার্থীর জয়ের আশা না থাকলেও মূল লক্ষ্য ছিল মার্জিন কমানো।

 অন্যদিকে গত বিধানসভা নির্বাচনে বসিরহাটে জয়ী সিপিএম এবারে সেখানে জয়ের ব্যাপারেও আশাবাদী ছিল। যদিও তৃণমূলের তরফ থেকে দুটি কেন্দ্রের জয়ের পাশাপাশি মার্জিনও বাড়বে বলে আশা করা হয়।

এদিন ভবানীপুর কেন্দ্রে ভোটগণনা শুরু হয় কলকাতার হেস্টিংস হাউসে এবং বসিরহাটের জন্য বসিরহাট কলেজে।

ভোট গণনার শুরু থেকেই ভবানীপুর ও বসিরহাট উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থীরা এগিয়ে যেতে থাকেন। একেক রাউন্ড গণনার পর তৃণমূল প্রার্থীর ব্যবধান লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।

প্রার্থীদের এগিয়ে যাওয়ার খবরের পর থেকে গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল সমর্থকদের ভিড় বাড়তে থাকে।

তৃণমূল প্রার্থীর জয় ঘোষণার সঙ্গে সঙ্গে আবির খেলা শুরু করেন সমর্থকরা। তৃণমূলের এ জয়কে মা মাটি মানুষের জয় বলে সকলকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল মমত ব্যানার্জি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।