ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শারদ উৎসবের আনন্দে কলকাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১১
শারদ উৎসবের আনন্দে কলকাতা

কলকাতা: শুরু হয়ে গেছে কাউন্ট- ডাউন। আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজো।

শনিবার ছিল মহাপঞ্চমী। বোধনের আরও একদিন বাকি। তা সত্ত্বেও তর সইছে না বাঙালির।

চতুর্থী থেকেই ঠাকুর দেখতে পথে নেমে এসেছেন হাজার হাজার মানুষ। ষষ্ঠী থেকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সূচনা হলেও সময়ের সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা পাল্টেছে মানুষের।

সপ্তমী থেকে নবমীর ভিড় এড়াতে চাইছেন বহু মানুষ। পূজোর উদ্যোক্তারা আগে থেকে উদ্বোধন করছেন তাদের পুজোর। শহরে ইতিমধ্যেই বেশির ভাগ পূজোর উদ্বোধন হয়ে  গেছে।

আর উদ্বোধনের সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে এসেছে মানুষের ঢল। এরইমধ্যে নতুন জামা-কাপড় পড়ে শারদ আমেজে গা ভাসিয়েছেন তারা।

প্রতি বছরের মত এবছরেও পঞ্চমীর সকালে হাওড়া ও শিয়ালদহ স্টেশনের বাইরে ঢাকের শব্দে কান পাতা দায়। বাইরে থেকে ঢাকীরা এসে গেছেন মহানগরীতে।

এদিকে পুজোকে কেন্দ্র করা কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিন থেকেই বিভিন্ন পুজোমণ্ডপ ও রাস্তায় ব্যাপক কলকাতা পুলিশ অবস্থান নিয়েছে। বিভিন্ন মণ্ডপে ও রাস্তার বিভিন্ন মোড়ে লাগানো হয়েছে সিসিটিভি।

ভারতীয় সময়: ০২১৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।