ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অসুস্থতা শেষে জনসমক্ষে সোনিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১১

কলকাতা: অসুস্থতা কাটিয়ে ভারতে ফিরে প্রথমবার জনসমক্ষে এলেন কংগ্রেস সভানেত্রী ও ইউপিএয়ের সভাপতি সোনিয়া গান্ধী।

রোববার ভারতের জাতীর জনক মহত্মা গান্ধীর ১৪২তম জন্ম দিবসে রাজঘাটে এসে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

এদিন তার সাথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বিজেপির শীর্ষনেতা লালকৃষ্ণ আদভানি।

এদিন এছাড়াও ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী কমলনাথ।

এদিন প্রায় ২০ মিনিট রাজঘাটে ছিলেন সোনিয়া। পরে লালকৃষ্ণ আদভানি সোনিয়ার শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে দেখা যায়।
 
এদিকে, সোনিয়ার আসা নিয়ে রাজঘাটে নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছিল। এতটাই কঠোর ছিল যে, চিত্র সাংবাদিকদের পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি।

উল্লেখ্য, অসুস্থতার কারণে প্রায় একমাস ভারতের বাইরে ছিলেন সনিয়া। গত সপ্তাহেই দেশে ফিরে এসেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।