ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চিকিৎসার গাফিলতিতে ১ কোটি ৭৩ লাখ রুপি জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১
চিকিৎসার গাফিলতিতে ১ কোটি ৭৩ লাখ রুপি জরিমানা

কলকাতা: পশ্চিমবঙ্গে চিকিৎসার গাফিলতিতে এক নারীর মৃত্যু হওয়ায় একটি বেসরকারি হাসপাতাল ও তার তিন চিকিৎসককে ১ কোটি ৭৩ লাখ রুপি জরিমানা করেছে আদালত।

জরিমানার পুরো টাকাই মৃতের পরিবারকে দেওয়ার কথা থাকলেও পরোক্ষভাবে মৃতের স্বামীও চিকিৎসার অবহেলায় দায়ী থাকায় তা থেকে ১০ শতাংশ বাদ দেওয়ার নির্দেশ দেন ক্রেতা সুরক্ষা আদালত।

ভারতে চিকিৎসায় গাফিলতির জন্য এ বিপুল পরিমাণে ক্ষতিপূরণ দেওয়ার ঘটনা এই প্রথম।

১৯৯৮ সালের গ্রীষ্মের ছুটিতে কলকাতায় বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়েন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক অনুরাধা সাহা।

বেশ কিছুদিন কলকাতায় চিকিৎসা চলার পর তার মৃত্যু হয়। এরপরই তার স্বামী ডা. কুনাল সাহা আমরি হাসপাতাল ও এর ৩ চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন।

প্রথমে আদালত তার আবেদন নাকচ করে দেন। তবে আদালদের সেই নির্দেশের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেন কুনাল সাহা। এ আবেদনকে সঠিক বলে ঘোষণা করে ক্রেতা সুরক্ষা আদালতকে নির্দেশ দেয় ক্ষতিপূরণ প্রদানের।

রায়ে বলা হয়েছে, রায় ঘোষণার ৮ সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের অর্থ না দিলে ১২ শতাংশ হারে সুদ দিতে হবে অভিযুক্তদের।

এর মধ্যে আমরি হাসপাতালকে ৪০ লাখ ৪০ হাজার রুপি, চিকিৎসক বৈদ্যনাথ হালদারকে ২৬ লাখ ৯৩ হাজার, বলরাম প্রসাদকে ২৬ লাখ ৯৩ ও অবনী রায় চৌধুরীকে ২৫ লাখ ৯৩ হাজার রুপি দিতে হবে।

এরই মধ্যে চিকিৎসক অবনী রায়চৌধুরীর মৃত্যু হওয়ায় তার দেয় অর্থ পাবেন না অনুরাধার পরিবার।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।