ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

যৌনকর্মীদের কাছ থেকে ভাইফোঁটা নেবেন কলকাতার মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১

কলকাতা: আসছে শুক্রবার হিন্দু সনাতন ধর্মীদের উৎসব ভাইফোঁটা। ওইদিন সব বোনেরা মঙ্গল কামনায় ভাইয়ের কপালে ফোঁটা দেয়।

আর সেই উপলক্ষে এবার এশিয়ার প্রাচীনতম উত্তর কলকাতার সোনাগাছির যৌনকর্মীরা এবার ভাইফোঁটা দেবে কলকাতার মেয়র শোভন চ্যাটার্জিকে।

বৃহস্পতিবার কলকাতা পৌরসভার পক্ষ এই কথা জানানো হয়েছে।

উত্তর কলকাতার শুভম মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেছে দুর্বার নামে একটি এনজিও। এই অনুষ্ঠানে মেয়র ছাড়া কয়েকজন মেয়র পরিষদ।

উল্লেখ্য, কয়েকদিন আগে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সব যৌনকর্মীকে স্বাস্থ্যবীমার আওতায় আনার কথা ঘোষণা করেছিলেন। ভাইফোঁটার উপহারস্বরূপ সেই স্বাস্থ্যবীমা যৌনকর্মীদের হাতে তুলে দেবেন মেয়র।

ভারতীয় সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ২৭,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।