ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

উপ-হাইকমিশনে বাংলাদেশি শিক্ষার্থীদের স্মারকলিপি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
উপ-হাইকমিশনে বাংলাদেশি শিক্ষার্থীদের স্মারকলিপি  গুজব ছড়ানোর বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ করেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

কলকাতা: নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের বিভিন্ন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (০৭ আগস্ট) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে এ বিষয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছেন তারা।  

স্মারকলিপিতে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশে শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে ৯ দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে।

বর্তমান সরকার তাদের দাবি মেনে নিচ্ছে। এরপরও কিছু শিক্ষার্থী নামধারী তথা সুবিধাবাদী এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।  

এতে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ও বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ ঘটনায় ভারতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা তীব্র নিন্দা জানাচ্ছে। পাশাপাশি এসব ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা।  

আরাফাত হোসেন আবীর নামে এক বাংলাদেশি ছাত্র বাংলানিউজকে বলেন, আমরা বিদেশে পড়াশোনা করলেও মন কিন্তু দেশেই পড়ে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যে শিক্ষার্থীদের সমস্যা বুঝতে পেরেছে এবং আমাদের দাবি মেনে নিচ্ছে সেজন্য সরকারকে ধন্যবাদ জানাই।  

‘আমরা বিদেশ থেকেও স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে স্বোচ্চার রয়েছি। পাশাপাশি সরকারকে সমর্থন দিয়ে উপ-হাইকমিশনের মাধ্যমে স্মারকলিপি তুলে দিয়েছি। কারণ এখানে তারাই আমাদের অভিভাবক। ’

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
ভিএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।