ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় আইসিপি নির্মাণের জন্য অর্থ মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় আইসিপি নির্মাণের জন্য অর্থ মঞ্জুর ত্রিপুরার পশ্চিম লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক

আগরতলা (ত্রিপুরা): দক্ষিণ জেলার সাব্রুমের ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) স্থাপনের জন্য ৯০ কোটি ৬০ লাখ রুপি দিয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক সীমান্তের আইসিপি গুলির পরিচালন সংস্থা ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া'র চেয়ারম্যানকে এই অর্থ দিয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে দিল্লী থেকে ফোনে বাংলানিউজকে একথা জানিয়েছেন ত্রিপুরার পশ্চিম লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক।

তিনি বলেন ইন্দো-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে এই ইন্টিগ্রেটেড চেক পোস্ট মাইলফলক হয়ে উঠতে চলেছে। এজন্য তিনি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিক ধন্যবাদ জানান।

এটি হবে ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় অত্যাধুনিক আইসিপি। বর্তমানে আগরতলার পার্শবর্তী আখাউড়াতে একটি আইসিপি রয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।