ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় মৌমাছির হুলে আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
ত্রিপুরায় মৌমাছির হুলে আহত ২ ছবি: সংগৃহীত

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় মৌমাছির হুলে গুরুতরভাবে আহত হয়েছেন দুই ব্যক্তি।  রোববার (১৭ জানুয়ারি) এই ঘটনা ঘটে সিপাহীজলা জেলার বক্সনগর বাজারে।

 

জানা যায়, এদিন বক্সনগর বাজারে সাপ্তাহিক হাটবার ছিল। তাই বহু লোক বাজার করতে আসেন। বাজারের ছাদের নীচে থাকা একটি মৌচাক থেকেই মৌমাছিগুলো হঠাৎ বেরিয়ে চারিদিক ঘোরাফেরা করতে থাকে। যাকে পেয়েছে তাকেই হুল ফুটিয়েছে। রক্ষা পাননি বাজার করতে আসা আদমপুর এলাকার ৬৫ বছর বয়সী আব্দুল বাতেন ভূঁইয়া ও রতনদুলা এলাকার বাসিন্দা প্রেমানন্দ দাস। এতে গুরুতর আহত হয়েছেন প্রেমানন্দ দাস। তাদের দুজনের পুরো শরীর ক্ষত-বিক্ষত করে দেয় মৌমাছির দল।

পরে বাজারের লোকজন তাদের বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বাতেন ভূঁইয়াকে ছেড়ে দেওয়া হয় এবং প্রেমানন্দ এখনো চিকিৎসাধীন।

 বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।