ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

করোনার টিকা সংরক্ষণের জন্য বিশেষ ফ্রিজ দিল ওএনজিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, মার্চ ৫, ২০২১
করোনার টিকা সংরক্ষণের জন্য বিশেষ ফ্রিজ দিল ওএনজিসি ...

আগরতলা (ত্রিপুরা): করোনা ভ্যাকসিন সংরক্ষণের জন্য এবার সহায়তার হাত বাড়িয়ে দিল ভারত সরকারের রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানকারী সংস্থা (ওএনজিসি)।  

শুক্রবার (০৫ মার্চ) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলায় ওএনজিসির তরফে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের (এনএইচএম) ত্রিপুরা শাখার হাতে ১৮টি বিশেষ কোল্ড রেফ্রিজারেটর তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে ওএনজিসির পক্ষে উপস্থিত ছিলেন ত্রিপুরা এসেট ম্যানেজার তরুণ মালিক এবং এন এইচ এমর তরফে উপস্থিত ছিলেন ত্রিপুরা মিশন ডিরেক্টর ডা. সিদ্ধার্থ শিব জসওয়াল।

ডা. জসওয়াল জানান, বর্তমানে রাজ্যে আড়াই থেকে তিন হাজার মানুষকে প্রতিদিন করোনার টিকা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে যারা অনলাইনে টিকা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তাদের দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।