ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অজগরের কামড়ে ত্রিপুরায় আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
অজগরের কামড়ে ত্রিপুরায় আহত ১ অজগরের কামড়ে ত্রিপুরায় আহত ১

আগরতলা (ত্রিপুরা): অজগর সাপের কামড়ে ত্রিপুরায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি।  

শনিবার (১৩ মার্চ) ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড়ের অন্তর্গত কলকলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, কলকলিয়া বন দপ্তরের অফিস সংলগ্ন এলাকায় বেশ কিছু লোকজন মিলে জঙ্গল পরিষ্কার করার কাজ করছিলেন। তখন দু’জন মহিলা একটি বড় আকারের অজগর সাপ দেখতে পান, সঙ্গে সঙ্গে তারা অন্যদের জানান। এরপর সবাই মিলে সাপটিকে ধরার চেষ্টা করেন। এ সময় ওই অজগর সাপের কামড়ে গুরুতর আহত হন এক ব্যক্তি। তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়, কিন্তু আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলার আই জি এম হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি আই জি এম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

প্রত্যক্ষদর্শীরা আরও জানান এখানে তিনটি অজগর সাপ দেখেছেন তারা। ফলে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বন দপ্তরের কর্মীদের খবর দিলে তারা আসেননি বলেও এলাকাবাসীর অভিযোগ। বন দপ্তরের কর্মীদের গাফিলতির জন্য সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসসিএন/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।