ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার করোনায় আক্রান্ত রাহুল গান্ধী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
এবার করোনায় আক্রান্ত রাহুল গান্ধী

কলকাতা: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।

মঙ্গলবার (২০ এপ্রিল) এক টুইটে তিনি নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

টুইটে রাহুল জানিয়েছেন, সামান্য উপসর্গ দেখা দেওয়ায় কোভিড টেস্ট করাই। রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার সংস্পর্শে এসেছেন তারা প্রত্যেকেই টেস্ট করান। করোনা বিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন রাজীবপুত্র।

তবে তারও কিছুদিন আগে বোন প্রিয়াঙ্কার স্বামীর রিপোর্টও পজিটিভ আসে। সেইসময় রবার্ট, প্রিয়াঙ্কাসহ গোটা পরিবারে হোম আইসোলেশনের চলে যায়।

এদিকে, সোমবার (১৯ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃদু উপসর্গ থাকলেও বার্ধক্যজনিত কারণে তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
ভিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।