আগরতলা (ত্রিপুরা): দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শুক্রবার (১৪ মে) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরারাজ্যেও উদযাপিত হচ্ছে দিনটি।
তবে এ বছর ভারত ও ত্রিপুরা রাজ্যজুড়ে করোনা মহামারির প্রকোপ থাকায় সবাই বিশেষ সতর্ক ছিলেন। আগরতলা পুর নিগমের ৫, ২১ ও ৪৬ নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্তের সংখ্যা অতিমাত্রায় পাওয়ায় এ এলাকাগুলোকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা দিয়েছে পশ্চিম জেলা প্রশাসন। ২১ নম্বর ওয়ার্ডের শিবনগর এলাকার রাজ্যের অন্যতম বড় গেদু মিঞার মসজিদ অবস্থিত। প্রতিবছর ঈদে এ মসজিদে একসঙ্গে এক হাজারের বেশি মুসল্লিরা নামাজ আদায় করেন। কিন্তু এ বছর এ মসজিদের পরিবর্তে শান্তিপাড়া এলাকার টাউন জামে মসজিদে বিশেষ নামাজ আদায় করা হয়। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সবাই নামাজ আদায় করেন। এ সময় একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান এবং বিশ্বশান্তি ও মহামারি কেটে যাওয়ার দোয়া করেন।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ১৪, ২০২১
এসসিএন/আরবি