ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জিবি হাসপাতালে পিপিই কিট দিল এলআইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুন ১০, ২০২১
জিবি হাসপাতালে পিপিই কিট দিল এলআইসি জিবি হাসপাতালে পিপিই কিট দিল এলআইসি। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার করোনা আক্রান্তদের সহায়তায় এবার এগিয়ে এলো সরকার নিয়ন্ত্রণাধীন বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স করপোরেশন অফ ইন্ডিয়া (এল আই সি)।

বৃহস্পতিবার (১০ জুন) এলআইসি শিলচর ডিভিশনের পক্ষ থেকে ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালে পিপিই কিট দেওয়া হয়।

এলআইসির পক্ষ থেকে এই পিপিই কিটগুলো তুলে দেন সংস্কার আধিকারিক নবারুণ ঘোষ।

তিনি পশ্চিম ত্রিপুরার সাংসদ তথা জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন প্রতিমা ভৌমিকের হাতে এগুলো তুলে দেন।

সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, ত্রিপুরা রাজ্যে বর্তমানে করোনা মোকাবিলার জন্য সব ধরনের পরিকাঠামো রয়েছে। পাশাপাশি করোনা মোকাবিলার জন্য বিভিন্ন সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে আমরা সকলে খুব দ্রুত করোনা থেকে মুক্তি পাবো।

এদিন হাসপাতালে এলআইসি কর্তৃপক্ষ মোট ১২৫টি কিট তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ১০, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।