আগরতলা (ত্রিপুরা): করোনা পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্ত সংকট রয়েছে। করোনার জন্য অনেকাংশেই রক্তদান কর্মসূচি কম হচ্ছে, পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করতে পারছেন না সামাজিক সংস্থাগুলো।
শুক্রবার (১৮ জুন) রাজ্যের ঊনকোটি জেলা হাসপাতালে নির্মাণাধীন অক্সিজেন প্লান্টের কাজকর্ম সরেজমিনে পরিদর্শনে গিয়ে বিধায়ক মফস্বল আলী জানতে পারেন মনুভ্যালি চা বাগান এলাকার এক বাগান শ্রমিক গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং তার এ পজেটিভ দুই ইউনিট রক্তের প্রয়োজন।
কৈলাসহর ব্লাড ব্যাঙ্কে রক্ত না থাকায় বিধায়ক নিজে এক ইউনিট রক্ত দেন এবং দ্বিতীয় ইউনিট রক্তের ব্যবস্থা করার সঙ্গে এই অসহায় বাগান শ্রমিকের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা করেন।
অসুস্থ বাগান শ্রমিক আলোমনি উরাংকে নিজে এবং তার পরিবার সিপিআইএম বিধায়ক মফস্বল আলীকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, জুন ১৯, ২০২১
এসসিএন/কেএআর