ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আম পাঠানোয় শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জুলাই ৬, ২০২১
আম পাঠানোয় শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী শেখ হাসিনা ও বিপ্লব কুমার দেব

আগরতলা (ত্রিপুরা): উপহার হিসেবে বিখ্যাত হাড়িভাঙা পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যার পর তিনি টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন এবং তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

টেলিফোনে কথা বলার পর মুখ্যমন্ত্রী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানান। এ প্রসঙ্গে তিনি লিখেছেন- ‘উপহার হিসেবে আম পাঠানোর জন্য আজ টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তার স্বাস্থ্যের বিষয়ে ও বাংলাদেশের কোভিড পরিস্থতির খোঁজ-খবর নিই। আমি শেখ হাসিনা ও তার পরিবারের সুস্থতা কামনা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইন্দো-বাংলাদেশ সম্পর্ক আরও সুদৃঢ় হোক। ’

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০২১
এসসিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।