আগরতলা (ত্রিপুরা): প্রতিবছরের মতো এবারও ত্রিপুরা রাজ্যের আগরতলায় মহাঅষ্টমী তিথি উপলক্ষে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) আগরতলার ধলেশ্বর রামকৃষ্ণ মঠ ও মিশন, রানীর খামার এলাকার রামকৃষ্ণ মিশন, বাধারঘাট মাতৃপল্লী এলাকার বাউল বাড়ি এবং ভোলানন্দ সেবাশ্রমের পূজামণ্ডপগুলোতে হাজারও পূণ্যার্থী ভিড় জমান।
মহাঅষ্টমীতে যেসব মেয়ে শিশুর মধ্যে নারীত্বের পূর্ণতা আসেনি, তাদের কুমারী দেবী রূপে পূজা করা হয়। শাস্ত্রমতে এই পূজার নাম কুমারী পূজা। কারণ এ বয়সে কুমারী শিশুদের মধ্যে কোনো পাপ বোধ জন্ম নেয় না। প্রাচীনকাল থেকেই চলে আসছে এই পূজার প্রচলন।
মহাঅষ্টমীতে প্রথমে কুমারী পূজার আয়োজন করা হয়, তারপর দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১১
এসসিএন/এনএসআর