ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিংয়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
দার্জিলিংয়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে 

কলকাতা: রাতের শিশির আর ভোরের কুয়াশা। সঙ্গে দিনভর শুষ্ক আবহাওয়া আর সন্ধ্যা নামলেই যেন শীতল অনুভূতি।

আবহাওয়া অফিসের পূর্বাভাস মতোই নামছে শীত। ধীরে ধীরে শীতের আমেজ অনুভূত হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায়।  

জানা গেছে, পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিংয়ে এখনই তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। কয়েক দিনে তা আরও কমতে পারে।

সোমবার (১ নভেম্বর) কলকাতার আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা আরও কমবে। ক্রমশই বাড়বে শীতের আমেজ। শুষ্ক টান অনুভূত হবে। ভোরের দিকে বেশ কয়েকটি জেলায় কুয়াশার দেখা মিলবে। তবে শীতের আমেজ অনুভূত হলেও পুরোপুরি শীত পড়তে বেশ কিছুটা সময় লাগবে।  

জানা যায়, কয়েকদিনে রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমবে। তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সেটা হলে মাসের চলতি সপ্তাহের শুরুতেই শীতের আমেজ আরও বাড়তে পারে বলেই আশা আবহাওয়াবিদদের।

পশ্চিমবঙ্গে বর্তমান আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে আপাতত রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং জেলায় ভোরের দিকে কুয়াশার সঙ্গে শীতের আমেজ থাকবে। তবে বেলা বাড়তেই তাপমাত্রা বাড়বে।  

দার্জিলিংসহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সোমবার ও মঙ্গলবার দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই দার্জিলিংয়ে শীত ভালোই অনুভূত হচ্ছে। এখনই দার্জিলিং জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে গেছে। পাশাপাশি দার্জিলিংসহ সংলগ্ন লাগোয়া জেলাগুলোয় আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর‘ ১, ২০২১
ভিএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।