আগরতলা (ত্রিপুরা): বন্য দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত কৃষ্ণপুর এলাকার বাসিন্দরা। বিশেষ করে সন্ধ্যা নামলে তাদের আতঙ্ক বেড়ে যায়।
শনিবার (১৮ ডিসেম্বর) রাত থেকে রোববার সকাল পর্যন্ত বন্য হাতির দল তাণ্ডব চালায় কৃষ্ণপুরে। এই তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বেশ কয়েকটি ঘরবাড়ি।
মানুষের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়, এমনকি গৃহস্থের ঘর থেকে ধান এবং চালের বস্তা জঙ্গলে টেনে নিয়ে যায় বলেও জানিয়েছেন গ্রামবাসী। তারা জানান এভাবে প্রয়শই এলাকায় বন্য হাতি তাণ্ডব চালায়।
দাঁতালদের তাণ্ডব রোধ করতে সম্প্রতি বনদপ্তর সিপাহীজলা অভায়ারণ্য থেকে দুটি প্রশিক্ষিত হাতি এই এলাকার আনা হয়েছে কিন্তু। মূলত বন্য হাতি লোকালয়ে এলে প্রশিক্ষিত হাতি এগুলিকে তাড়িয়ে দেবে, কিন্তু এখনো এর কোনো ফল পাওয়া যায়নি বলেও জানিয়েছেন স্থানীয়রা। এ বছর দুই জনের মৃত্যু হয়েছে হাতির তাণ্ডবে।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এসসিএন/কেএআর