কলকাতা: ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা পরিস্থিতি। তবে দেশটির শহরগুলির মধ্যে করোনা শনাক্তে শীর্ষে রয়েছে কলকাতা।
শনিবার (১ জানুয়ারি) রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ৫১২ জন। রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের।
পাশাপাশি রাজ্যে ওমিক্রনে শনাক্ত সংখ্যা বেড়ে হয়েছে ১৫ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন নয়জন। মৃত্যু হার ১ দশমিক ২০ শতাংশ। ভয় ধরাচ্ছে কলকাতার পরিস্থিতি। ক্রমেই বাড়ছে দৈনিক শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় শহরে করোনায় সংখ্যা ২ হাজার ৩৯৮ জন। মৃত্যু হয়েছে দুই জনের। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। শনাক্ত ৬৮৮ জন, মৃত্য দুইজন। এছাড়া হাওড়ায় শনাক্ত ৩৪৪ জন, মৃত্য দুইজন।
শনিবার (১ জানুয়ারি) পশ্চিমবঙ্গের করোনা বুলেটিন অনুসারে ৩৭ হাজার ৫৪২টি করোনার পরীক্ষা হয়েছে। রাজ্যের পজিটিভ রেট ১২ দশমিক ২ শতাংশ। এই পরিস্থিতিতে ৩ জানুয়ারি থেকে ফের পশ্চিমবঙ্গে বিধিনিষেধ কার্যকর হতে পারে বল গুঞ্জন চলছে।
বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
ভিএস/কেএআর