ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় পালিত হচ্ছে দোল উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
কলকাতায় পালিত হচ্ছে দোল উৎসব

কলকাতা: করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় ধীরে ধীরে উৎসবের আমেজে ফিরছে বাংলা। ভারতে আজ দোল উৎসব।

দোল উৎসব মানেই রঙের দেওয়া নেওয়া। সবার সঙ্গে রঙ মেলানোর দিন। আর সেকারণে, রঙের নেশায় রঙিন পশ্চিমবাংলাও। রঙ ফিরছে, শহর কলকাতার মনেও।

শুক্রবার (১৮ মার্চ) সকাল থেকেই রঙের উৎসবের মেতেছে কলকাতা।

গোলপার্ক টু গড়িয়া। টালা থেকে টালিগঞ্জ। রঙের নেশা আর আবিরের ছোঁয়ায় মাতোয়ারা গোটা কলকাতাসহ মমতার বাংলায়। শুধু আবীর নয়, ঋতুরাজ বসন্তর আগমনে প্রকৃতির গায়েও লেগেছে রঙ। শিমূল-পলাশেও রঙের ছড়াছড়ি।  

এদিকে পরপর দু’বছর করোনা কারণে বসন্ত উৎসব বন্ধ হওয়ায় পর, চলমান বছরেও বসন্ত উৎসব বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শান্তিনিকেতনের বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে প্রতি বছর বিশ্বভারতীর আদলে দক্ষিণ কলকাতার গল্ফগ্রীনে পালিত হয় বসন্ত উৎসব। সেই উৎসবে নাচে-গানে-রঙে মেতেছে নব প্রজন্ম থেকে প্রবীণ প্রজন্ম।  

কারণ দোল মানেই রঙের দেওয়া নেওয়া। আর তাই শহরবাসী মনের রঙের সঙ্গে, উৎসবের রঙকেও মিলিয়ে দিতে চাইছে। প্রার্থনা একটাই, বিগত বছরের বিবর্ণতা ভুলে আবার রঙিন হয়ে উঠুক সবার জীবন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
ভিএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।