ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৩৭ বছর পর পুলিশের জালে ধরা পড়লো ডাকাতি মামলার আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মে ১২, ২০২২
৩৭ বছর পর পুলিশের জালে ধরা পড়লো ডাকাতি মামলার আসামি

আগরতলা(ত্রিপুরা): ত্রিপুরায় ৩৭ বছর পর পুলিশের জালে ধরা পড়লো ডাকাতি মামলার আসামি সুনীল দেববর্মা।

বুধবার (১১ মে) লাটিয়াছড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।

পরে তাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়।

সুনীলের বাড়ি ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানাধীন লাটিয়াছড়ায় এলাকায়। এক সময় ডাকাত দলের সঙ্গে তিনি জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। ওই সময় ডাকাত দলের কারণে অতিষ্ঠ হয়ে ওঠে পুরো জেলা। বাধ্য হয়ে ১৯৮৫ সালে ডাকাত দলের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। শুরু হয় ধরপাকড়। ওই সময় পুলিশি অভিযান অনেকেই ধরা পড়লেও পালিয়ে যান অনেকে। এছাড়া ওই মামলায় সুনীল দেববর্মাও পলাতক আসামি ছিলেন।

তবে একসময় ধামাচাপা পড়ে যায় মামলাটি। এতে অনেকে এ ঘটনা ভুলে যায়। পুলিশও মামলাটি ফেলে রাখে। এখন ওই ডাকাত দলের অনেকেই বেঁচে নেই।  

এদিকে সবকিছু ঠান্ডা হয়ে গেলে সুনীল বাড়িতে ফিরে আসেন। ফিরে এসেই কৃষিকাজ শুরু করেন।  স্থানীয় বাজারে হাটবাজারও করেন তিনি।

তবে ৩৭ বছর পর সেই পুরনো ডাকাতির মামলার ফাইল আবার হাতে নেয় পুলিশ। ফের শুরু হয় ধরপাকড়।

এই অভিযানেই বুধবার সুনীল দেববর্মাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয় তাকে। যদিও আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

সরকারি আইনজীবী এ বিষয়টি নিশ্চিত করে জানান, জামিন নিলেও আগামী দিনে মামলাটি চলবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ১২, ২০২২
এসসিএন/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।