আগরতলা (ত্রিপুরা): শিক্ষকতার চাকরি প্রত্যাশী যুবক-যুবতীদের যারা টেট পরীক্ষায় পাশ করেছেন তাদের একসঙ্গে চাকরিতে নিয়োগের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে ‘অল টি-টেট পাসড কেন্ডিডেটস গ্রুপ- ২০২১’ নামে একটি গ্রুপ।
শুক্রবার (২৭ মে) দুপুরে আগরতলার সিটি সেন্টারের সামনে প্রায় হাজারেরও বেশি চাকরি প্রত্যাশীরা দুই ঘণ্টার গণঅবস্থান পালন করেন।
বর্তমানে রাজ্য ৩ হাজার ৬৩১ জন টেট পাশ যুবক-যুবতী রয়েছেন, যারা ২০২১ সালে পাশ করেছেন। সরকার যতদিন পর্যন্ত তাদের প্রত্যেকের চাকরিতে নিয়োগের বিষয়ে ঘোষণা দিচ্ছেন ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।
তারা তাদের এই দাবি নিয়ে একাধিকবার রাজ্যের শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। কিন্তু শিক্ষা মন্ত্রী একেক সময় একেক কথা বলছেন, বলেও তাদের অভিযোগ। শিক্ষা মন্ত্রীসহ রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে এলোও বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না।
তারা জানান, অনেকেরই চাকরির বয়স সীমা পার হয়ে যাচ্ছে। এদের বেশিরভাগই দরিদ্র, ঋণ নিয়ে বিএড ডিগ্রি করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ২৭, ২০২২
এসসিএন/কেএআর