ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় উপ-নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু কংগ্রেসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ২৯, ২০২২
ত্রিপুরায় উপ-নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু কংগ্রেসের ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যে চারটি আসনের উপ-নির্বাচন সামনে রেখে প্রচার কর্মসূচী শুরু করেছে বিরোধী দল কংগ্রেস।  

রোববার (২৯ মে) আগরতলার কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিলের মধ্য দিয়ে প্রচার কর্মসূচীর সূচনা করা হয়।

 

টাউনবড়দোয়ালী কেন্দ্রে এই মিছিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচার কর্মসূচী শুরুর ঘোষণা দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি বলেন, এখন থেকে নিয়মিত ভাবে তা চলবে।  

দলের হাইকমান্ড আনুষ্ঠানিক ভাবে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা না করলেও বীরজিৎ সিনহা জানিয়ে দেন যে, টাউনবড়দোয়ালী কেন্দ্রে তাদের প্রার্থী হবেন আশিষ সাহা। তাকে নিয়ে প্রচার শুরু করা হচ্ছে। যিনি এই কেন্দ্র থেকে একাধীক বার জয়ী হয়েছেন।  

আশিষ সাহা সর্বশেষ এই কেন্দ্রের বিজেপির বিধায়ক ছিলেন। সুদীপ বর্মণের পাশাপাশি আশিষ সাহা পদত্যাগ করে কংগ্রেসে যোগদান করায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আশিষের জয় নিশ্চিত বলেও দাবী করেন বীরজিৎ সিনহা।  

মিছিলটি বড়দোয়ালী বিধানসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে, ২০২২
এসসিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।