আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যে চারটি আসনের উপ-নির্বাচন সামনে রেখে প্রচার কর্মসূচী শুরু করেছে বিরোধী দল কংগ্রেস।
রোববার (২৯ মে) আগরতলার কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিলের মধ্য দিয়ে প্রচার কর্মসূচীর সূচনা করা হয়।
টাউনবড়দোয়ালী কেন্দ্রে এই মিছিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচার কর্মসূচী শুরুর ঘোষণা দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি বলেন, এখন থেকে নিয়মিত ভাবে তা চলবে।
দলের হাইকমান্ড আনুষ্ঠানিক ভাবে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা না করলেও বীরজিৎ সিনহা জানিয়ে দেন যে, টাউনবড়দোয়ালী কেন্দ্রে তাদের প্রার্থী হবেন আশিষ সাহা। তাকে নিয়ে প্রচার শুরু করা হচ্ছে। যিনি এই কেন্দ্র থেকে একাধীক বার জয়ী হয়েছেন।
আশিষ সাহা সর্বশেষ এই কেন্দ্রের বিজেপির বিধায়ক ছিলেন। সুদীপ বর্মণের পাশাপাশি আশিষ সাহা পদত্যাগ করে কংগ্রেসে যোগদান করায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আশিষের জয় নিশ্চিত বলেও দাবী করেন বীরজিৎ সিনহা।
মিছিলটি বড়দোয়ালী বিধানসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে, ২০২২
এসসিএন/এসএ