ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশ থেকে উপহারের আম পাঠানো হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জুন ২০, ২০২২
বাংলাদেশ থেকে উপহারের আম পাঠানো হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এ বছরও উপহার স্বরূপ হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন।

ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহাকেও উপহারের আম পাঠানো হয়েছে।

আম পাঠানোর প্রয়োজনীয় নথিপত্র ইতোমধ্যে আগরতলা বাংলাদেশ সরকারি হাই কমিশনে পৌঁছে গিয়েছে বলে রোববার (১৯ জুন) বাংলানিউজকে নিশ্চিত করেছেন আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ।

আশা করা যাচ্ছে সোমবার (২০ জুন) আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় এসে পৌঁছাবে। সীমান্তে এসে পৌঁছলে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাতে আমগুলি পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

গতবছরও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র নেতাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে হাড়িভাঙ্গা আম পাঠিয়ে ছিলেন। এই তালিকায় ছিলেন ত্রিপুরা সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও।  

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, জুন ২০, ২০২২
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।