ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘হাইওয়ে পেট্রোল’ যান চলাচলের সূচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
‘হাইওয়ে পেট্রোল’ যান চলাচলের সূচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী  সবুজ পতাকা নড়ে যান চলাচলের উদ্বোধন করেছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

আগরতলা, (ত্রিপুরা): সবুজ পতাকা নড়ে ‘হাইওয়ে পেট্রোল’ যান চলাচলের উদ্বোধন করেছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

সোমবার (২২ আগস্ট) রাজধানী আগরতলার শিশু বিহার এলাকার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও অংশ নেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জনসহ পদস্থ আধিকারিকরা।

মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক অবস্থায় আগরতলা-সাব্রুম সড়কে চারটি পেট্রোলিং গাড়ি ২৪ ঘণ্টা নজরদারি চালাবে। আগরতলা-সাব্রুম হাইওয়েতে কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে হাইওয়ে পেট্রোলের মাধ্যমে তা দ্রুত চিহ্নিত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

এই অভিনব উদ্যোগ গ্রহণের জন্য ত্রিপুরা পুলিশের প্রধান ও তার টিমকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।  

‘হাইওয়ে পেট্রোল’ যান চালু হওয়ায় এখন থেকে সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে যাবে। এছাড়া নেশাদ্রব্য পাচাররোধ করা এবং নেশাগ্রস্ত গাড়িচালকদের সতর্ক করতে ওই উদ্যোগ কার্যকরী হবে বলেও আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে শেষ পর্বে সবুজ পতাকা নেড়ে এর সূচনা করে গাড়িগুলোর যাত্রা করান মুখ্যমন্ত্রী।  

পরবর্তী সময় রাজ্যের অন্যান্য জাতীয় সড়কগুলোতে এই ‘হাইওয়ে পেট্রোল’ যান চালু করা হবে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।