ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দ.কোরিয়ার কোম্পানিকে ডিএসআইপির পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
দ.কোরিয়ার কোম্পানিকে ডিএসআইপির পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ

ঢাকা: ঢাকা স্যানিটেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্টের (ডিএসআইপি) পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে নিয়োগ দিয়েছে সরকার। এতে খরচ হবে ৭০ কোটি ৭৭ লাখ  ৩৬ হাজার ৬৬৩  টাকা।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে সাঈদ মাহমুদ খান জানান, স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসা কর্তৃক ‌‘ঢাকা স্যানিটেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্ট (DSIP)’-এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে নিয়োগ দিয়েছে সরকার। এতে খরচ হবে ৭০ কোটি ৭৭ লাখ  ৩৬ হাজার ৬৬৩  টাকা।

অতিরিক্ত সচিব বলেন, একই প্রকল্পের আওতায় প্যাকেজ নং- WD-2 এর নির্মাণ কাজ পেয়েছে যৌথভাবে চীনের তিন কোম্পানি। কোস্পানিগুলো হলো সিসিইসিসি, সাফবন ও এসএমইডিআই। এতে খরচ হবে ৪২০ কোটি ৬ লাখ ৪০ হাজার ৬২১ টাকা।

একই প্রকল্পের অপর এক প্রস্তাবে প্যাকেজ নং- WD-3 এর নির্মাণ কাজ যৌথ উদ্যোগে ভারতের জিপসাম স্ট্রাকচারাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, খিলারি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এবং ইতালির ইমিট গ্রুপ এরকোল মারেলি টেকনোলজি পেয়েছে। এতে খরচ হবে ২২৯ কোটি ৭২ লাখ ৬ হাজার ২৫০ টাকা।

বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পের WP-03 প্যাকেজের লট নং DS-06-এর নির্মাণ কাজ যৌথ উদ্যোগে চীন ও বাংলাদেশের তিনটি কোম্পানি বাস্তবায়ন করবে। এরমধ্যের চীনের কোম্পানি দুটি হলো চেসিইটিস (CHSIETC) ও এসএলজিসি এবং বাংলাদেশের পিডিএল। এতে মোট খরচ এক হাজার ৮৫ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৮৩০ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ৩০,২০২২
জিসিজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।