ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কারণ ছাড়াই বাড়ছে কোম্পানির শেয়ারের দর।
রোববার (১১ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। নোটিশের জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
এর আগে, কোম্পানিটির শেয়ারের এই দাম বাড়ার প্রবণতা দেখে ডিএসই থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে একাধিকবার বার্তা প্রকাশ করা হয়। কিন্তু সতর্ক বার্তা প্রকাশের পরও দাম কমার বদলে দাম বাড়তেই থাকে।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এসএমএকে/এএটি