ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সবজি-মুরগির দাম বেড়েছে  

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
সবজি-মুরগির দাম বেড়েছে  

ঢাকা: বাজারে শীতকালীন সবজির পাশাপাশি মুরগির দাম বেড়েছে। অন্য সব পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।  

আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। শসা প্রতি কেজি ৬০-৭০ টাকায়, লম্বা বেগুন ৬০-৭০ টাকা, গোল বেগুন ৭০-৮০ টাকা, টমেটো ১০০-১২০ টাকা, শিম ৪০-৬০ টাকা ও করলা ৬০-৮০ টাকা।

চাল কুমড়া প্রতিটি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। মিষ্টি কুমড়ার কেজি ৫০-৫৫ টাকা, চিচিঙ্গা ৬০, পটল ৬০, ঢেঁড়স ৬০, কচুর লতি ৭০-৮০, পেঁপে ৩০-৪০, বরবটি ৬০-৮০ ও ধুন্দুল ৬০-৭০ টাকা।  

বাজারে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। কাঁচা কলার হালি ৪০ টাকা। লেবুর হালি ১৫-২০ টাকা।  

১১ নম্বর বাজারের সবজি বিক্রেতা মো. আল-আমীন বলেন, বাজারে সবজির সরবরাহ একটু কম। শীত ও কুয়াশার কারণে বাজারের সবজি কম আসছে, তাই দাম বাড়ছে।  

পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। নতুন পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। রসুনের কেজি ১২০-১৩০ টাকা। আদা ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলুর কেজি ২৫-৩০ টাকা।  

বাজারে খোলা চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। প্যাকেট চিনি কেজি ১২৫-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। লাল চিনির কেজি ১৪০ টাকা।

বাজারে খোলা আটার কেজি ৬০-৬৫ টাকা। প্যাকেট আটার কেজি ৭০-৭৫ টাকা। ২ কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকায়।

দেশি মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১২০-১২৫ টাকা।  

বাজারে সয়াবিন তেলের লিটার ১৮৬ টাকা। পাঁচ লিটারের বোতল ৯২৫ টাকা। লবণের কেজি ৩৮-৪০ টাকা।  

এসব বাজারে আগের দামে বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। ফার্মের লাল ডিমের ডজন ১২০ টাকা, হাঁসের ডিমের ডজন ২১০-২২০ টাকা ও দেশি মুরগির ডিমের ডজন ১৮০-১৯০ টাকা।  

বাজারে গরুর মাংস ৬৮০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খাসির মাংসের কেজি ৮৫০-৯০০ টাকা।  

বাজারে দাম বেড়েছে মুরগি। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। সপ্তাহ আগেও ব্রয়লারের কেজি ছিল ১৫০ টাকা। সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। কেজি বিক্রি হচ্ছে ২৭০-২৮০ টাকায়। গত সপ্তাহে কেজি ছিল ২৫০-২৬০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২১০-২৩০ টাকায়।  

১১ নম্বর বাজারের মুরগি বিক্রেতা মো. রুবেল বলেন, বাজারে মুরগির দাম বেড়েছে। শীতকালে এমনিতেই মুরগির উৎপাদন ও সরবরাহ কম থাকে। কয়েকদিন ধরে শীত বেড়ে যাওয়ায় দাম বেড়েছে মুরগির।  

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২

এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।