ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাইবান্ধা-৫ উপ-নির্বাচন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
গাইবান্ধা-৫ উপ-নির্বাচন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

ঢাকা: রাত পোহালেই গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (৪ জানুয়ারি) ওই আসনে ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে।

 

নির্বাচনী এলাকায় নির্বাচনের কাজে ব্যবহার হবে, এমন কোনো স্থাপনায় ব্যাংকের শাখা বা উপ-শাখা থাকলে তা বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ এ সম্পর্কিত নির্দেশনা জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ জানুয়ারির প্রজ্ঞাপন মোতাবেক জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ শূন্য আসনে ৪ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

নির্বাচনী এলাকায় যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব স্থাপনায় 
ব্যাংকের কোনো শাখা বা উপ-শাখা থাকলে তা বন্ধ থাকবে। এবং নির্বাচনী এলাকায় ব্যাংকের কোন শাখায় বা উপশাখায় কর্মরত ভোটারের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে পরামর্শ দেয়া হলো।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩ 
জেডএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।