ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারতের সহকারী হাইকমিশনারের রাজশাহীর এসএমই মেলা পরিদর্শন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
ভারতের সহকারী হাইকমিশনারের রাজশাহীর এসএমই মেলা পরিদর্শন 

রাজশাহী: নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত বিভাগীয় এসএমই পণ্য মেলা পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।  

সোমবার বিকেলে তিনি মেলা পরিদর্শনে আসেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

 

এ সময় তিনি এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। তাদের উৎপাদিত পণ্য-সামগ্রী পরিদর্শন করে তাদের বিভিন্ন পরামর্শ দেন। কখনও প্রয়োজন হলে সহযোগিতারও আশ্বাস দেন তিনি।  

এছাড়া মেলার উদ্যোক্তাদের সঙ্গে ভারত-বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা নিয়েও আলোচনা করেন সহকারী হাইকমিশনার।

ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বাংলাদেশি পিঠাসহ সমস্ত পণ্যের প্রশংসা করেন। এই পণ্যগুলো বিদেশের মানুষের খুবই পছন্দ হবে বলেও উল্লেখ করেন।

এ সময় নারী উদ্যোক্তা সমিতি রাজশাহীর সভাপতি আঞ্জমান আরা পারভিন লিপি, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীনসহ স্থানীয় নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এসএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।