ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘খেলাপি আদায়ে ব্যাংক পরিচালক পদ বাতিল করতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
‘খেলাপি আদায়ে ব্যাংক পরিচালক পদ বাতিল করতে হবে’

ঢাকা: বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, বেসরকারি ব্যাংকের পরিচালকদের কাছ থেকে খেলাপি ঋণ আদায় করতে তাদের পরিচালক পদ বাতিল করতে হবে। প্রয়োজনে এসব ঋণখেলাপির সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি।

ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, আমার মনে হয় ব্যাংকের পরিচালকদের কাছ থেকে ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংক এটা করতে পারে। সবচেয়ে বড় কথা হলো, পরিচালকদের খেলাপি ঋণ আদায়ে যেসব সম্পত্তি বন্ধক দেওয়া আছে সেগুলো বাজেয়াপ্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, বিষয় এখন এমন হয়েছে যে, আমি এক ব্যাংকের পরিচালক আছি তোমার ব্যাংক থেকে ঋণ নিলাম। তুমি ওই ব্যাংকের পরিচালক আছো আমার ব্যাংক থেকে ঋণ নিলে। তুমি আমার ব্যাংকের ঋণ দিলে না আমি তোমার ব্যাংকের ঋণ পরিশোধ করলাম না। বিষয়টা এ রকমই হচ্ছে।

ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, খেলাপি ঋণ আদায় করার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় যেন কোনো ধরনের হস্তক্ষেপ না করা হয়।

তিনি আরও বলেন, নিম্ন আদালতে হোক আর সাধারণ বিচারিক কার্যক্রমের মাধ্যমে হোক, ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিচার শুরু হলে দেখা যায় হাইকোর্টে একটা রিট করে স্থগিত করে রাখা হয়। তবে সেটা যেন কেয়ামত পর্যন্ত চলতে না থাকে। এ ধারা থেকে বেরিয়ে আসতে হবে। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের এ ব্যাপারে প্রধান বিচারপতির প্রয়োজনীয় সহায়তা নেওয়া উচিত।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।